লালমাটিয়ায় নিজস্ব প্র্যাকটিস প্যাডে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে প্র্যাকটিস শুরু করেছে ব্যান্ড ‘দূরবীন’। এ উপলক্ষে গতকাল এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ‘রেডিও দূরবীন’ ও দূরবীনের নিজস্ব স্টুডিও স্থাপন কার্যক্রমের ঘোষণা দেওয়া হয়। দূরবীন ব্যান্ডের প্রধান ভোকাল শহীদ বলেন, ‘দীর্ঘ কয়েক মাসের পরিশ্রমের পর আজ আমরা নিজস্ব প্যাডে প্র্যাকটিস শুরু করতে যাচ্ছি। এটা আমাদের জন্য খুবই আনন্দের। আশা করি, কিছুদিনের মধ্যেই আমরা রেডিও দূরবীন এবং স্টুডিওর আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারব।’
এ সময়ের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ দূরবীনের প্র্যাকটিস প্যাডের উদ্বোধন করেন । অনুষ্ঠানে হাবিব দূরবীনের সব কার্যক্রমের প্রশংসা করেন এবং তাদের এ প্রয়াসের সাফল্য কামনা করেন। এ সময় দূরবীনের সদস্যরা ছাড়াও অনেকেই উপস্থিত ছিলেন।
Friday, October 29, 2010
দূরবীন ব্যান্ডের সব সদস্যদের মাঝে হাবিব ওয়াহিদ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment