সর্বকালের বিশ্ব একাদশে বর্তমান সময়ের ক্রিকেটারদের মধ্যে আছেন কেবল শচীন টেন্ডুলকার। গত দুই দশক বিশ্ব ক্রিকেটকে নাড়িয়ে দিয়ে তালিকায় ঠাঁই করে নিয়েছেন শেন ওয়ার্ন, অ্যাডাম গিলক্রিস্ট ও ওয়াসিম আকরাম। ইএসপিএন-ক্রিকইনফোর এ তালিকায় জায়গা হয়নি রিকি পন্টিং, ব্রায়ান লারা, গ্লেন ম্যাকগ্রা, মুত্তিয়া মুরালিধরনদের।
বিশ্ব একাদশের সবচেয়ে বড় বিস্ময় মুরালিধরনের না থাকা। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার আগে গড়েছেন ৮০০ উইকেট শিকারের মাইলফলক। তার পরও ওয়ার্নের চেয়ে নাকি ৩৪ পয়েন্টে পিছিয়ে এই কিংবদন্তি স্পিনার! তালিকায় সর্বোচ্চ চারজন অস্ট্রেলিয়ার। ওয়েস্ট ইন্ডিজ দলের তিন ও ইংল্যান্ডের দুইজন ঠাঁই পেয়েছেন। ভারত ও পাকিস্তান থেকে একজন করে নেওয়া হয়েছে।
বিশ্ব একাদশ: জ্যাক হবস, লেন হাটন, ডন ব্রাডম্যান, শচীন টেন্ডুলকার, ভিভ রিচার্ডস, গ্যারি সোবার্স, অ্যাডাম গিলক্রিস্ট, ম্যালকম মার্শাল, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম ও ডেনিস লিলি।—ক্রিকইনফো
Monday, October 25, 2010
সর্বকালের বিশ্ব একাদশে বর্তমানদের মধ্যে শুধু শচীন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment