Has anyone tried using the multiple mask technique to expand dept of field rather than (or in addition to) dynamic range? Might have to soften the edge of the mask but in principle it should work, using one photo set to near focus and the other to infinity.
Saturday, October 30, 2010
শীর্ষে ওরাকলের ইউজার প্রভিশনিং সফটওয়্যার
যুক্তরাষ্ট্রের প্রযুক্তিবিষয়ক বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে ‘ম্যাজিক কোয়াডরান্ট ফর ইউজার প্রভিশনিং’ সফটওয়্যারে ওরাকলকে ২০১০ সালের শীর্ষস্থানীয় হিসেবে চিহ্নিত করেছে। প্রতিবেদনটি বিক্রয়, পুরো বিশ্বে উপস্থিতির ধরন প্রভৃতি বিষয়ের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। ওরাকল আইডেনটিটি ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট অমিত জাসুজা বলেন, ব্যবসা-প্রতিষ্ঠানগুলো এমন ধরনের ইউজার প্রভিশনিং সফটওয়্যারের খোঁজে আছে, যেটা কেবল নিরাপদই নয় ব্যবহার করাও সহজ। ‘ইউজার প্রভিশনিং’ সফটওয়্যার ওরাকল আইডেনটিটি ম্যানেজমেন্টের একটি অংশ। এই সফটওয়্যারটি বিশেষ করে সেসব প্রতিষ্ঠানের জন্য কার্যকরী যেগুলোয় ব্যবহারকারীরা একাধিক সিস্টেমের ওপর একাধিক অবজেক্টের প্রতিনিধিত্ব করে। —বিজ্ঞপ্তি
No comments:
Post a Comment