সম্প্রতি সংগীত শিল্পী আসিফ আকবরকে উপদেষ্টা ও মুহিনকে আহ্বায়ক করে দ্য রিপাবলিক অব ইয়াং মিউজিশিয়ানস বাংলাদেশ (আরওয়াইএমবি) নামে সংগীত শিল্পীদের নতুন একটি সংগঠনের অনানুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। আরওয়াইএমবির কার্যক্রম পরিচালনার জন্য ১২ সদস্যের একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে।
আরওয়াইএমবির আহ্বায়ক কমিটিতে উপদেষ্টা পদে আসিফ আকবর এবং আহ্বায়ক পদে কে এম আবদুল্লাহ আল মুর্তজা মুহিন ছাড়াও সচিব হিসেবে রয়েছেন সোহেল মেহেদী। আর সদস্য হিসেবে রয়েছেন—কিশোর দাস, আরফিন রুমী, হৈমন্তী রক্ষিত মান, সালমা, ন্যান্সি, অভিজিত্ চক্রবর্তী জিতু, পুলক অধিকারী, পলাশ ও জাহিদ আকবর।
এ ব্যাপারে মুহিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের মতো তরুণ শিল্পীদের জন্য সংগীতাঙ্গনের এই অস্থির পরিস্থিতিতে আরওয়াইএমবি অনেক বড় একটা চ্যালেঞ্জ। আশা করছি, তারুণ্যের উদ্যোম নিয়ে এবার আমরা নিজেদের পায়ে দাঁড়াতে পারব। আশার কথা হচ্ছে, অনেক সিনিয়র শিল্পী-মিউজিশিয়ান আমাদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এটাই আমাদের এগিয়ে যাওয়ার অন্যতম প্রেরণা।’
অন্যদিকে আসিফ বলেন, ‘আগামী তিন মাসের মধ্যে মূল কমিটি গঠন করবে আহ্বায়ক কমিটি। এরপর আরও তিন মাস আমি উপদেষ্টা পদে থাকব। অর্থাত্ আজ থেকে মোট ছয় মাস আমি আছি উপদেষ্টা হিসেবে। এর মধ্যে সংগীতের এই তরুণ তুর্কিরা যেন নিজেদের স্বার্থে সব কিছু ভুলে আজীবন এক থাকতে পারে সেই চেষ্টাই থাকবে। যে কাজটি গত ৪০ বছর ধরে আমরা কিংবা আমার বড় ভাইবোনেরা পারেননি। ছয় মাস পর আমি এখান থেকে সরে দাঁড়াব।’
আরওয়াইএমবির সদ্য গঠিত আহ্বায়ক কমিটি আগামী ৩ নভেম্বর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাঁদের পরবর্তী কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করবেন বলে জানান আসিফ আকবর।
Has anyone tried using the multiple mask technique to expand dept of field rather than (or in addition to) dynamic range? Might have to soften the edge of the mask but in principle it should work, using one photo set to near focus and the other to infinity.
No comments:
Post a Comment