Saturday, November 27, 2010

মুঠোফোনে পর্নো ভিডিও দেওয়ার সময় গ্রেপ্তার ৬

মুঠোফোনে পর্নো ভিডিও দেওয়ার সময় (ডাউনলোড) ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার বিকেলে রাজধানীর হাতিরপুলের মোতালিব প্লাজায় অভিযান চালিয়ে র্যাব সদস্যরা পর্নো ভিডিও ধারণ করা হয়েছে এমন সাতটি কম্পিউটার জব্দ করেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৩) লেফট্যানেন্ট মো. জাররার হোসেন বলেন, গত ২৫ অক্টোবর প্রথম আলোয় ‘৮৪ পর্নো সাইট বন্ধে তিন মন্ত্রণালয়ের নির্দেশনা চায় বিটিআরসি, বিশেষজ্ঞদের মতে এটি কালক্ষেপণের অজুহাত’ শীর্ষক প্রতিবেদন ছাপা হয়। এই প্রতিবেদন র্যাবের নজরে আসে। এর পর থেকে র্যাব গোয়েন্দারা অনুসন্ধান চালিয়ে নিশ্চিত হয় মোতালিব প্লাজায় মোবাইল ফোনে পর্নো ভিডিও ডাউনলোডের কাজ হয়। র্যাব-৩-এর একটি দল গতকাল বিকেল পাঁচটার দিকে মোতালিব প্লাজার চতুর্থ তলায় টেলি ইন্টারন্যাশনাল, জামান টেলিকম, এসআর ইলেকট্রনিকস, জাহিদ ট্রেডিং ইন্টারন্যাশনাল, ফহিজান ইলেকট্রনিক ও সজল ইন্টারন্যাশনাল—এসব প্রতিষ্ঠানে অভিযান চালায়। মুঠোফোনে পর্নো ভিডিও ডাউনলোড করার অভিযোগে পাপন (২৬), মুন্না (২৬), আল আমিন (১৯), সুবেল (২০), শুভ (২০) ও আসলামকে (২০) গ্রেপ্তার করে। র্যাব কর্মকর্তা বলেন, প্রতিটি ভিডিও ক্লিপিংস মোবাইলে ডাউনলোড করতে তারা ১০০ থেকে ৫০০ টাকা করে নিচ্ছিল।

No comments:

Post a Comment