Tuesday, November 2, 2010

 দুই বছর পর নতুন ছবিতে

আমির খান

থ্রি ইডিয়টস ছবিতে অভিনয়ের জন্য আমির খান চুক্তি করেছিলেন ২০০৮ সালে। ছবিটি মুক্তি পেয়েছে গত বছর ডিসেম্বরে মাসে। দারুণ ব্যবসায়িক সাফল্য পাওয়ার পরও আমির খান নতুন ছবির ব্যাপারে খুব ব্যস্ত হননি। এ সময় তাঁর ব্যস্ততা ছিল নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ছবি পিপলি লাইভ, ধোবি ঘাট, দিল্লি বেলি নিয়ে। গত রোববার আমির নতুন ছবিতে অভিনয়ের ব্যাপারে চুক্তি করেছেন। এটি হানিমুন ট্র্যাভেলস প্রাইভেট লিমিটেড-এর পরিচালক রীমা কাগতির সাসপেন্স থ্রিলার ছবি। ফারহান আখতারের সঙ্গে আমির ছবিটি প্রযোজনাও করবেন। দুজন নায়িকা অভিনয় করবেন আমিরের বিপরীতে। আগামী বছর ফেব্রুয়ারিতে ছবির শুটিং শুরু হবে। আর ছবিটি মুক্তি দেওয়া হবে আগামী বছরই দিওয়ালিতে। ওয়েবসাইট।

No comments:

Post a Comment