সোয়েটারপ্রতি মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুর সদর উপজেলার ‘মাসিহাতা সোয়েটার লিমিটেড’ নামে একটি কারখানায় শ্রমিকেরা আজ শনিবার কর্মবিরতি পালন করছেন। দুপুর ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকেরা কারখানার বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন।
শ্রমিক আমিনুল ইসলাম ও আকাশ জানান, বর্তমানে সোয়েটারপ্রতি ৪৪ টাকা করে দেওয়া হয়। তাঁরা এ মজুরি বাড়িয়ে ৫৫ থেকে ৬০ টাকা করার দাবি জানান। তাঁরা আরও জানান, এ দাবি মানা না হলে কর্মবিরতি অব্যাহত থাকবে। অনেক দিন ধরেই শ্রমিকেরা এ দাবি জানিয়ে আসছেন।
সকাল আটটার দিকে কারখানার শ্রমিক ও মালিকপক্ষের লোকজনের মধ্যে একবার পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে কারখানার কর্মকর্তাসহ ১০ জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন—কারখানার সহকারী উত্পাদন কর্মকর্তা মো. আবদুল্লাহ ও মো. জহিরুল ইসলাম, মহাব্যবস্থাপক (উত্পাদন) হেলালউদ্দিন, শ্রমিক—নয়ন, সাইদুল, হোসেন আলী, আমিনুল হক ও আকাশ। তাঁদের জিরানি এলাকার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম জানান, কারখানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের দাবির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment