রাজধানীর কাফরুল থানার সেনপাড়া পর্বতার নিজ ফ্ল্যাট থেকে গতকাল শুক্রবার গভীর রাতে পুলিশ নিগার সুলতানা ওরফে অ্যানি (৩২) নামের এক চিকিৎসকের লাশ উদ্ধার করেছে।
কাফরুল থানার পরিদর্শক (ইন্সপেক্টর) আবদুর রশীদ জানান, অ্যানি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ছিলেন। তিনি গত বৃহস্পতিবার ময়মনসিংহ থেকে ঢাকায় ২৭০ সেনপাড়া পর্বতার ফ্ল্যাটে আসেন। গতকাল রাতে আত্মীয়স্বজনেরা বাসায় এসে কলবেল চেপে ও ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ রাত একটার দিকে মিস্ত্রির মাধ্যমে দরজার তালা খুলে খাটের ওপর অ্যানির লাশ পড়ে থাকতে দেখে। তাঁর হাতে ইনজেকশন নেওয়ার চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, ধমনীতে ইনজেনশন নিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
পরিদর্শক রশীদ আরও জানান, দুই বছর আগে অ্যানির বিয়ে হয়। তাঁর স্বামী বর্তমানে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় রয়েছেন। কিছুদিন আগে তাঁর মা হজে সৌদি আরব গেছেন। বাসায় তিনি একাই ছিলেন এবং দরজা ভেতর থেকে বন্ধ করা ছিল।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাফরুল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment