দিনকাল বড় খারাপ যাচ্ছে লিন্ডসে লোহানের। সামনের মাদক পরীক্ষার ফলাফল যদি ‘ইতিবাচক’ হয়, তাহলে আরও বড় দুর্ভোগ আছে কপালে। পুরো ছয় মাসের জেল হয়ে যেতে পারে তাঁর। অর্থনৈতিক অবস্থাও যাচ্ছে খুব খারাপ। এরই মধ্যে তাঁর জন্য অভিনব এক প্রস্তাব নিয়ে এসেছে প্রাণী অধিকার রক্ষাবিষয়ক সংগঠন পেটা (পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস)। লিন্ডসে লোহানের মাদকাসক্তি নিরাময়কেন্দ্রের পুরো খরচ বহন করতে চায় তারা (৫০ হাজার ডলার)।
বিনিময়ে শুধু একটা কাজই করতে হবে তাঁকে। সেটি হচ্ছে মাংস খাওয়া ছেড়ে দিতে হবে তাঁর। ই-মেইলে লোহানের কাছে এ প্রস্তাবটি পাঠিয়েছে পেটা।
No comments:
Post a Comment