সমস্ত জল্পনা-কল্পনা আর বিক্ষোভে পানি ঢেলে দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কী। গত বুধবার তিনি ঘোষণা দিলেন, দুই পর্বের দ্য হবিট ছবির কাজ নিউজিল্যান্ডেই হবে। নির্মাতা প্রতিষ্ঠান ওয়ার্নার বাদ্রার্স ও নিউলাইন শুটিংয়ের কাজ অন্য কোথাও করতে চাচ্ছিল। কিন্তু অন্য কোথাও শুটিং হলে স্বভাবতই বাদ পড়বেন নিউজিল্যান্ডের কলাকুশলীরা। তাই চলতি সপ্তাহের শুরুর দিকে রাস্তায় নেমে বিক্ষোভ করেন তাঁরা। তোপের মুখে নির্মাতা প্রতিষ্ঠান ও নিউজিল্যান্ড সরকার আলোচনার টেবিলে বসে। দুই দিন পর প্রধানমন্ত্রী জন কী ঘোষণা দেন, দ্য লর্ড অব দ্য রিংস ছবির প্রিকুয়েল দুটির (দ্য হবিট) কাজ নিউজিল্যান্ডেই হবে। ইতিপূর্বে দ্য লর্ড অব দ্য রিংস ট্রিলজির শুটিং ওই দেশেই হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment