সামাজিক বার্তা আদান-প্রদান, তারহীন ওয়াই-ফাই সংযোগ, নেটওয়ার্ক রক্ষাসহ অনেক মজার সব সুবিধা নিয়ে বাজারে এসেছে নকিয়ার সি৩ মডেলের নতুন মোবাইল ফোন। গত বুধবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিক ভাবে নতুন এই মোবাইলের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে নকিয়া বাংলাদেশের অ্যাকটিং হেড অব মার্কেটিং সাজিদ রিজওয়ান মতিন বলেন, ‘নতুন এই মোবাইলের গ্রাহকেরা তাঁদের বার্তা আদান-প্রদান, সামাজিক সেতুবন্ধনের সুযোগসহ নানাভাবে উপকৃত হবেন।’ নকিয়ার বার্তা আদান-প্রদানকারী বাংলাদেশি দুজন তারকা-ক্রিকেটার তামিম ইকবাল ও মডেল অভিনেত্রী শখ তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেন। অনুষ্ঠানে কয়েক সপ্তাহ ধরে চলতে থাকা নকিয়ার সোশ্যালমিটার প্রতিযোগিতার সর্বোচ্চ জনপ্রিয়তা লাভকারী ২০ জন ব্যক্তিকে নতুন এই মোবাইল সেট পুরস্কার হিসেবে দেওয়া হয়।
নকিয়ার নতুন এ মোবাইল ফোনে রয়েছে ওভি মেইল, ২ মেগা পিক্সেল ক্যামেরা, ৮ জিবি মেমোরি কার্ড সংযোগ সুবিধা। গোল্ডেন হোয়াইট, স্লেট গ্রে, হট পিংকসহ নানা রঙের এই মোবাইল সেট পাওয়া যাবে ১০ হাজার ৪০০ টাকায়। —হাসান ইমাম
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment