Saturday, October 30, 2010

 ‘অর্বাচীন ধরিত্রীর বহুপ্রজ মন’

প্রতিদিন প্রতি মুহূর্তে এ দেশে বাড়ছে মানুষ। যেদিকেই দৃষ্টি যাবে, মানুষের দেখা মিলবেই। অতিরিক্ত মানুষের সীমাহীন চাহিদায় জর্জরিত দেশ। সেই জনসংখ্যা জনশক্তি নয়, পরিণত হয়েছে সমস্যায়। স্বাভাবিকভাবেই সবখানে আলোচনার বিষয় হয়ে উঠেছে প্রবল জনসংখ্যা সমস্যাসংক্রান্ত ভয়াবহতা। গতকাল শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে এই সমস্যা নিয়ে আঁকা এক চিত্র প্রদর্শনীর উদ্বোধন হলো। শিল্পী দ্রাবিড় সৈকতের একক এই প্রদর্শনীর নাম ‘অর্বাচীন ধরিত্রীর বহুপ্রজ মন’।
উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অতিথি ছিলেন এম ইকবাল আর্সলান, শিশির ভট্টাচার্য, মাঈনুদ্দিন খন্দকার ও অধ্যাপক নুরুন্নবী। প্রদর্শনীর চিত্রকর্মগুলোতে প্রকাশ পেয়েছে নগর, দেশ ও পৃথিবী নিয়ে তার উদ্বেগ। আগামী ৭ নভেম্বর পর্যন্ত চলবে এ প্রদর্শনী।

No comments:

Post a Comment