Saturday, October 30, 2010

চট্টগ্রামের মোহরায় ৭টি বসত ঘর পুড়ে গেছে

চট্টগ্রামের চান্দগাঁও থানার উত্তর মোহরার তাজ মাঝিরপাড়ার সাতটি টিনের ছাউনির কাঁচাঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ শনিবার ভোররাত পৌনে চারটায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।
অগ্নিনির্বাপক কেন্দ্র ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জনৈক মহিউদ্দিনের ঘরের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে আনোয়ার হোসেন, জানে আলম, মহিউদ্দিন, কালা মিয়া, জসীম উদ্দিন, মো. আলম (আলম ড্রাইভার) ও আব্বাস মিয়ার ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
অগ্নিনির্বাপক কেন্দ্রের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোস্তফা মহসিন প্রথম আলোকে জানান, কালুরঘাট অগ্নিনির্বাপক কেন্দ্রের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

No comments:

Post a Comment