Saturday, October 30, 2010

 সংলাপবিহীন চরিত্র

মাহফুজ আহমেদ
অভিনেতা মাহফুজ আহমেদের পরিচালনায় চ্যানেল আইতে এখন দেখানো হচ্ছে ধারাবাহিক নাটক চৈতা পাগল। এর আগে তাঁর পরিচালনায় এটিএন বাংলায় দেখানো হয়েছে ধারাবাহিক নাটক তোমার দোয়ায় ভালো আছি মা। এবার ঈদের জন্য মাহফুজ আহমেদ তৈরি করছেন টেলিছবি চন্দ্রাহত। পরিচালনার পাশাপাশি এই টেলিছবিতে একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি। নিজের নাটকে এর আগে অভিনয় করলেও অতিথি চরিত্রে এবারই প্রথম।
মাহফুজ বললেন, ‘এবারই প্রথম নিজের পরিচালিত টেলিছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছি। পর্দায় অল্প সময়ের এই উপস্থিতিটা আমার কাছে খুবই আকর্ষণীয় বলে মনে হয়েছে। আরও একটা মজার ঘটনা হলো, এই টেলিছবিতে আমার চরিত্রটির কোনো সংলাপ ছিল না। সব মিলিয়ে পুরোটাই আমার জন্য মনে রাখার মতো অভিজ্ঞতা।’
সুন্দর এক মেয়ের সঙ্গে অকর্মণ্য আর বোকাসোকা তরুণের প্রেম নিয়ে চন্দ্রাহত টেলিছবির গল্প। আরও অভিনয় করেছেন হাসান মাসুদ, সুমাইয়া শিমু এবং নিশো। ঈদে চন্দ্রাহত দেখানো হবে এনটিভিতে।

No comments:

Post a Comment