Bangla music First portal where you can listen all kind of Bangla Music.Feturing Bengali artist profile Bangla songs Bangla music video Bangla news Bangla. In this blog Sakib Khan talks about and shares his ideas and observations regarding topics related to human resources and workplace management in general, I m Sakib from Bangladesh. My E-mail address is [ amisottokhoka@hotmail.com ]. I m a student & I like to friendship. So I make friend with all. View Sakib Khan's professional profile on LinkedIn. LinkedIn is the world's largest business network, helping professionals like Sakib Khan discover inside
এবার ঈদেও শাকিব খানের সর্বাধিক ছবি মুক্তি পেতে যাচ্ছে। তাই আবারও তিনি নিজের সঙ্গে নিজের যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছেন। যদিওবা তার জন্য এ যুদ্ধ মোটেও নতুন নয়। গত কয়েক বছর ধরেই এমনটি ঘটছে। আর প্রতিবারই তিনি পার পেয়ে গেছেন আপন যোগ্যতায়। কিন্তু এই যুদ্ধের শেষ কোথায়? জবাবে শাকিব খান বলেন, 'আমিও তো এই চাই না। নিজের সঙ্গে নিজের এই প্রতিদ্বন্দ্বিতা আর ভালো লাগছে না। ব্যবসাসফল নায়ক হিসেবে আমি চাই আমার প্রতিটা ছবিই ব্যবসা করুক। কারণ কোটি টাকা লগি্ন করার পর একটি ছবি ব্যবসাসফল না হলে নিন্দুকেরা সেই ব্যর্থতার দায় আমার ওপর চাপাতে চায়। কিন্তু এক শাকিব খান আর কত ঘানি টানবে। আমি আর কিছু পারি বা না পারি দর্শকদের সুস্থ ধারার ছবির মাধ্যমে হলে ফিরিয়ে এনেছি। আমি চাই নতুনরা ভালো করুক। শূন্যতা পূরণ হোক। সত্যিকার অর্থে আমাদের চলচ্চিত্রে ভালো অভিনেতা-অভিনেত্রী, প্রযোজক-পরিচালক, এমনকি টেকনিশিয়ানেরও সংকট রয়েছে। গত কয়েক বছর ধরে শাকিবের ছবি একের পর এক ব্যবসাসফল হলেও নানা ঘটনায় বিতর্কিতও হয়েছেন তিনি। যেমন প্রতিটি ছবিতে নায়িকা নির্বাচনের ক্ষেত্রে তার পছন্দকে প্রাধান্য দিতে বাধ্য হন পরিচালকরা। সিডিউল ঘাপলার অভিযোগ তো আছেই। সঠিক সময়ে সেটে না আসাটা যেন তার রেওয়াজে পরিণত হয়েছে। আর ব্যক্তিজীবনে তার অনিয়মের কথাটা বাদই দিলাম। অন্যদিকে শাবনূরের সঙ্গে ছবি না করা, শুটিং স্পটে পূর্ণিমার সঙ্গে মনোমালিন্যসহ নানা ঘটনা তার ক্যারিয়ারে সমালোচনার জন্ম দিয়েছে। নিজের পারিশ্রমিকও প্রতিনিয়ত বাড়িয়ে চলেছেন। সম্প্রতি তিনি প্রতি ছবিতে নিজের পারিশ্রমিক অর্ধকোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন। তার উচ্চাশার ঘোড়াটাও টগবগিয়ে দৌড়াচ্ছে। কিন্তু সে ঘোড়ার লাগাম নিজের নিয়ন্ত্রণে আছে তো! তাই সাবধান শাকিব খান। আপনি কিন্তু অনেক কিছুই দেখতে দেখতে বেড়ে উঠেছেন আমাদের চলচ্চিত্রে। একসময় যাদের ছবি দেখে আপনি চলচ্চিত্রে পদার্পণ করেছিলেন, তাদের সবাইকে পিছু ফেলে আপনি এখন 'নাম্বার ওয়ান'। যার ফলশ্রুতিতে ঢালিউডে 'নাম্বার ওয়ান শাকিব খান' নামে একটি ছবিও নির্মিত হচ্ছে। ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। ছবিটি প্রসঙ্গে শাকিব বলেন, ভালো বাজেটের ছবি হচ্ছে 'নাম্বার ওয়ান শাকিব খান'। ইতিমধ্যে ব্যাংককে খুব ভালো শুটিং করেছি আমরা। শুটিং বেশ ভালো হয়েছে। নির্দ্বিধায় বলতে পারি এ ছবিটি বলিউডের ছবির মতোই হবে।
Al-Sakib Khan Pathan is currently an Assistant Professor at Computer Science and Engineering department in BRAC University, Bangladesh. Other than this three live legend actor, another famous movie actress Champa, Diti, Suchorita are also working. Among the new generation, Sakib Khan, Apu, Sakib Khan is on Facebook. Join Facebook to connect with Sakib Khan and others you may know. Facebook gives people the power to share and makes the world
No comments:
Post a Comment